নিউইয়র্কে বিএনপির সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি
প্রকাশিত হয়েছে : ১২:২৫:৩৭,অপরাহ্ন ০১ জুন ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলো। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল।
সমাবেশে বক্তারা বলেন, ‘১৯৮১ সালের ৩০ মে যেসব ষড়যন্ত্রকারী জিয়াকে হত্যা করেছে তারই ধারাবাহিকতায় ১/১১তে বিএনপিতে ঘাপটি মেরে থাকা বাকশালের এজেন্টরা বিএনপি অফিসের তালা ভেঙেছিল। একই গোষ্ঠীর লোকজনের ষড়যন্ত্রের ভিকটিম হয়ে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক বেগম জিয়াকে কারাগারে যেতে হয়েছে। ঘাপটি মেরে থাকা আওয়ামী-বাকশালীদের দালালরা এ নিউইয়র্কে বসে নতুন খেলায় মেতে উঠেছে, যাতে বেগম জিয়া মুক্তি না পান।’
বক্তারা আরো বলেন, ‘বিএনপির বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে ঐক্যবদ্ধভাবে। তারা বলেন, জিয়াকে মুক্ত করার আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা রুহুল আমিন নাসির, জাসাসের কেন্দ্রীয় নেতা দারাদ আহমেদ, আশরাফ হোসেন প্রমুখ।
নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন দুলাল, ওয়ায়েস আহমেদ, আহসান উল্লাহ বাচ্চু, হাসান মাহমুদ, জোহরা বেগম, রইসউদ্দিন, এ কে আজাদ, আলমগীর হোসেন, সিদ্দিক হোসেন রুবেল, সায়েদ আলী, এম এ মান্নান, দেওয়ান হোসেন প্রমুখ। খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাতে পরিচালনা করেন অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। সমাবেশে জিয়াউর রহমানের জীবনী নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।