বর্ণাঢ্য আয়োজনে স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১২,অপরাহ্ন ২৮ মে ২০১৯ | সংবাদটি ৩৯১ বার পঠিত
মোঃছালাহ উদ্দিন, বার্সেলোনা প্রতিনিধি
স্পেনে বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব ঝাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করেছে।
সোমবার বার্সেলোনা শহরর হোটেল সুনটেল আকুয়ারেয়ারের হলরুমে বার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির সম্মানে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রায় ৪ শতাধিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের প্রশাসনিক কর্মকর্তা, স্প্যানিশ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানি ভারতীয় কমিউনিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশী কনস্যুলেট অফিসের মাননীয় কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো, কাতালান সরকারের অ্যাক্সটের্নাল অ্যাকশন, ইন্সটিটিউশনাল রিলেশন ও ট্রান্সপারেন্সির অ্যাডভাইজার আলফ্রেড বোস, কাতালান সরকারের সমতায়ন ও অভিবাসন বিভাগের সেক্রেটারি ওরিঅল আমোরোস, নাগরিকত্ব ও মাইগ্রেশন বিভাগের প্রেসিডেন্ট নুরিয়া কাম্পস্, কাতালোনিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফ্রান্সেস রাফোলস, বার্সেলোনার সিটি করপোরেশনের সিউদাদ ভেইয়ার প্রেসিডেন্ট মার্ক বোররাস বাতায়া, কাসা এশিয়ার বৈচিত্র্য ও আন্তঃসংস্কৃতি প্রোগ্রামের প্রধান গাইয়ে পাতিন লালয়, কাতালান বামপন্থী দলের নেতা ও কাতালান পার্লামেন্টের সাবেক এমপি রবার্ট মাসি নাহারসহ আরো উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
ইফতারের পরে বিদেশী অতিথিবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের ঐতিহ্যময় খাবারের স্বাদ ও হলরুমে বাংলাদেশের দেশীয় ঐতিহ্যময় পোষাক পরিচ্ছেদে শিশু মহিলাদের উপস্থিতিকে বর্ণময় সংস্কৃতির মিলনমেলা হিসেবে আখ্যা দেন।
অনুষ্ঠানশেষে প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ও সাধারণ সম্পাদক আফাজ জনি ইফতার অনুষ্ঠান সফল করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।