বিয়ানীবাজার জনকল্যাণ এসোসিয়েশন এন স্পানিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:৪১:০১,অপরাহ্ন ২৮ মে ২০১৯ | সংবাদটি ৫৪২ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যাণ এসোসিয়েশন এন স্পানিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার জনকল্যাণ এসোসিয়েশন এন স্পানিয়ার সভাপতি লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বাসিত কয়সর,ইসলাম উদ্দিন , ফয়সল আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্য নির্বাহী পর্ষদের সদস্য শামসুর রহমান, আব্দুল করিম,শাহ আব্দুল কাদির,শাহেদ আহমদ,মোর্শেদ আলম লায়েক, বাবুল আহমদ,জনি আহমদ প্রমুখ।
সংগঠনের ধর্ম সম্পাদক হাফিজ মজিদ উদ্দিনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে দেশ জাতি ও সংগঠনের সদস্যদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, শাহ জালাল জামে মসজিদ বার্সেলোনার ঈমাম হাফিজ ইসমাইল হোসেন ও হাফিজ আব্দাল হোসেন।