দুবাইয়ে যোগ দিলেন নতুন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল
প্রকাশিত হয়েছে : ১:০৭:৩৩,অপরাহ্ন ২২ মে ২০১৯ | সংবাদটি ৪৫৮ বার পঠিত
লুৎফুর রহমান, আরব আমিরাত থেকে :
বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতে কমার্শিয়াল কাউন্সেলর পদে আজ (রোববার) থেকে প্রাতিষ্ঠানিকভাবে যোগদান করেছেন কামরুল হাসান।
তাঁর বাড়ি ঢাকায়। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়, যুবও ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডেপুটি সেক্রেটারি (উপসচিব) হিসেবে তাঁর কাজের স্বাক্ষর রেখেছেন।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে জাপানের কোবে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।
তিনি তাঁর দায়িত্বপালনে বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা ও দোয়া চেয়েছেন।