কাতারে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল আগামী ২৪ মে শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২:০৩:৫৫,অপরাহ্ন ১৮ মে ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
শুয়াইব আহমদ, কাতার থেকে :
কাতারে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি প্রতি বছরের ন্যায় দোয়া ও ইফতার মাহফিল পালন করার লক্ষ্য এক প্রস্তুতি সভা গত শুক্রবার দোহা হীরাজিল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল খালিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ইসহাক লিমন শাহের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম, সাধারণ সম্পাদকঃ সিরাজুল ইসলাম শাহিন, সহ সভাপতি শেখ সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিসবাহ, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রাজু,আপ্যায়ন সম্পাদক আব্দুল হামিদ সুন্দর, সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আহমদ,সেলিম আহমদ, কামরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৪ শে মে, শুক্রবার দোহা এপোলো হাসপাতাল সংলগ্ন দুই বন্ধু রেষ্টুরেন্টে ইফতার মাহফিল পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বদরুল ইসলাম মিসবাহ কে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট ইফতার মাহফিল উদযাপন কমিটি গঠন করা হয়।
সভা শেষে প্রবাসে বসবাসরত সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান উপস্থিত নেতৃবৃন্দ।