বাংলাদেশ ফ্রেন্ডসক্লাব কাতারের অভিষেক ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২:২৬:৪১,অপরাহ্ন ১১ মে ২০১৯ | সংবাদটি ৩৮১ বার পঠিত
মো. শরিফুল ইসলাম আবুল, কাতার থেকে
বাংলাদেশ ফ্রেন্ডসক্লাব কাতার কর্তৃক আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক এবং ইফতার মাহফিল-২০১৯ এর আয়োজন সম্প্রতি রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং নবনির্বাচিত কমিটির ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান বিশ্বাস নীলয়ের উপস্থাপনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের নবনির্বাচিত সভাপতি গোলাম ছারওয়ার মিশু।
মঞ্চে উপস্থিত ছিলেন শাহিন হাসান আল হাজরি, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইকবাল আহমেদ রনি, অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মাসুদ রানা, নির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা সবুজ মিয়া, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বাবুল গাজী, নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ই এম আকাশ ও নবনির্বাচিত কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন লিটনসহ অন্য সদস্যরা।
অনুষ্ঠানে সাবেক কমিটির সভাপতি ইকবাল আহমেদ রনি, সাধারণ সম্পাদক এস এম মনসুর উল্লাহ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাবু খান কে বিদায় সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়৷