লেডিস ক্লাব ইউকে এবং ইউরোপের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:২০,অপরাহ্ন ০৯ মে ২০১৯ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধি :
গত ৫ই মে, সন্ধ্যা ৭টায় পুর্ব লন্ডনের ইষ্ট এন্ড রেস্টুরেন্টে, লেডিস ক্লাব ইউকে এবং ইউরোপের এক সাধারন সভা অনুষ্ঠিত হযেছে | গত রোববার সন্ধ্যায় পুর্ব লন্ডনের ইস্ট এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুস্টিত হয় | সভায় লন্ডন ও ইউরোপের মহিলা নেত্রীবৃন্দ উপস্হিত ছিলেন |
হাসিনা আক্তারের সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেএ, মাহমুদা আক্তার জাহান, ফরিদা সিসিলি কামাল, ইশরাত যামী(কুমু), হাফসা ইসলাম, রুমা জাফর, লিপি পোদ্দার, মির্জা রিতা এবং লিপি হালদার।
নতুন ভাবে সংগঠনটির রূপরেখা সহ, ভবিষ্যৎ কর্ম পদ্ধতির আলোচনা করা হয় উপস্থিত সুধীবৃন্দের সাথে। একই সাথে ব্রিটেন সহ বাংলাদেশে সুবিধাবঞ্চিত ও অসহায় নারী ও শিশুদের কে আর্থ সামাজিক সহযোগীতা করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তাগন।