পবিত্র মাহে রমজান শুরু আজ,রহমতের প্রথম দশ দিন
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:১৮,অপরাহ্ন ০৭ মে ২০১৯ | সংবাদটি ৫১৬ বার পঠিত

আজ পহেলা রমজানুল মোবারক ১৪৪০ হিজরী, বছর ঘুরে ফিরে এসেছে আমাদের মাঝে রহমত, মাগফিরাত ও দোযখ থেকে নাজাতের মাস রমজান। গতকাল চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে বরকতের মাস রমজান শুরু। যে বরকতময় মাসে প্রিয়নবী (সা.) এর উপর অবতীর্ণ হয়েছিল সমগ্র বিশ্বের মানবজাতির একমাত্র পরিচালনার গাইড মহাগ্রন্থ আল-কোরআন। আরবী শব্দ সাওমের বহুবচন হচ্ছে সিয়াম। আভিধানিক অর্থ বিরত থাকা। আর ইসলামের পরিভাষায় এর অর্থ হচ্ছে যে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে কোন রকমের পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকা। এ সম্পর্কে হাদীসে কুদসীতে ইরশাদ হয়েছে যে, আদম সন্তানের নেক আমলের প্রতিদান দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ পাক বলেন, সিয়াম আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই। কেননা সিয়াম পালনকারীরা একমাত্র আমারই সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার ও প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করে থাকে। : কোরআনুল কারীমে এরশাদ হয়েছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাজিনা মিন কাবলিকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া বা সাবধানতা অবলম্বন করতে পার। : রমজান মাস : এ মাসে অপ্রাপ্ত বয়স্ক, রোগী, মুসাফির, পাগল, হায়েজ নেফাসসম্পন্ন মহিলা ও শারয়ী পরিভাষায় অক্ষম ব্যতীত প্রত্যেক নর-নারীর উপর রোজা পালন করা ফরজ।
: রোজার নিয়ত : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরী, রামজানাল মুবারাকি, ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। অর্থাৎ হে আল্লাহ! আমি আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি। যা তোমার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। সুতরাং আমার পক্ষ থেকে তা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
: সেহরি : সেহরি খাওয়া সুন্নত। মহানবী (সা.) এরশাদ করেন যে, আমাদের এবং আহলে কিতাবের (ইহুদী-নাছারা) রোজার মধ্যে পার্থক্য হলো আমরা সেহরি খাই ওরা খায় না। তিনি আরো বলেন, তোমরা সেহরি খাও, কারণ এর মধ্যে বরকত নিহিত আছে।
: সেহরির সময় : হাদীসের আলোকে জানা যায় যে, সেহরি খাওয়া রাত্রির শেষভাগেই উত্তম। হযরত যায়েদ ইবনে ছাবিত (রা.) হুজুরের জামানার কথা বলতে গিয়ে বলেন যে, আমরা মহানবীর (সা.) এর সাথে সেহরি খেয়েছি। তারপর নামাজে (ফজরের জন্য) দাঁড়িয়েছি। জিজ্ঞাসা করা হলো উভয়ের (সেহরি ও নামাজের) মধ্যে কতটুকু ব্যবধান ছিল? হযরত যায়েদ (রা.) বললেন, পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে ততটুকু।
: ইফতার : সূর্যাস্তের পরপরই ইফতার করা উত্তম। মহানবী (সা.) বলেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, যতদিন তারা ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেবে। : ইফতারের দোয়া : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়াআলা রিযকিকা আফতারতু। অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নামে রোজা রাখছি এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করছি।
: ইফতার করানোর ফজিলত : মহানবী (সা.) এরশাদ করেন যে, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় সে উক্ত রোজাদারের সমান ছওয়াব পায়। অথচ উক্ত রোজাদারের ভাগ হতে কিছু মাত্র কম করা হবে না।
: মাহে রমজান উপলক্ষে গতকাল বাংলাদেশসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।