বন্ধু মহলের আয়োজনে মালিয়ানাবাসীর বৈশাখ উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩:১০:৫৯,অপরাহ্ন ০৫ মে ২০১৯ | সংবাদটি ৪১৬ বার পঠিত
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ
প্রবাস জীবনের কর্ম ব্যস্ততা যতোই থাকুক না কেন দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিপূর্ণ ভাবে উদযাপন করা সত্যিই প্রশংসনীয়। এমনই এক উদাহরণ সৃষ্টি করে আসছে ইতালির রাজধানী রোমের মালিয়ানাবাসী।
মালিয়ানার স্থানীয় একটি মাঠে দিন ব্যাপী আয়োজন করা হয় বাংলা সংস্কৃতির অন্যতম ধারা বাংলা বর্ষ বরণ ও বৈশাখ উদযাপন। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী মোঃ খলিলুর রহমান, মোঃ মতিয়ার রহমান, মোঃ আফতাব উদ্দিন মাস্টার, হাজী শাহজাহান মিয়া।
আয়োজনের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব নায়েব আলী, সালাউদ্দিন আহমেদ, মোজাম্মেল হোসেন মোল্লা, এ আর আহমেদ তপু, আবু সাইয়্যিদ ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা। আমন্ত্রিত অতিথি বৃন্দরা বর্ণাঢ্য এই আয়োজন করার জন্য বন্ধু মহলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আগামীতে ও এই ধরনের আয়োজনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বন্ধু মহলের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনে ছিল নারীদের জন্য বালিশ খেলা,বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী ও খাবার, সেই সঙ্গে লাকী কুপণ ও আকর্ষণীয় পুরস্কার।
বন্ধু মহলের নেতৃবৃন্দরা বলেন” প্রায় দুই দশক ধরে এই বন্ধু মহল সংগঠনটি তাদের কাজ করে যাচ্ছে এই কমিনিটির জন্য। বিশেষ করে বন্ধু মহল সংগঠনটি বাঙালি সংস্কৃতিকে প্রবাসের মাটিতে আরো বেশী দৃঢ় করার প্রত্যয়ে কাজ করছে এবং ভবিষ্যতে ও করবে। বৈশাখের এই আয়োজন তার মধ্যে অন্যতম।”
বন্ধু মহলের যে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন মোঃ মনোয়ার মৃধা, মোঃ মাসুদ করিম, মাসুদ পারভেজ ,শফিকুল ইসলাম , বুজলুর রশিদ ,আরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, খলিলুর রহমান, আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, সেন্টু মিয়া, জাহাঙ্গীর ইসলাম, বিজন হোসেন, মোঃ খলিল, মোঃফয়সাল ভুঁইয়া,মোঃ মিশু ও রিপন বেপারী।
যাদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন ধরনের বাঙালি খাবার এবং বাঙালি সাজ ও পোশাকে বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তারা হলেন পুতুল ইসলাম, হোসনেয়ারা মৃধা, আজমাত আরা পারভিন জেলী; শশী আলম রুমা সহ অনেকে। সন্মানিত এই নারীরা বলেন” আজ আমরা দুরত্ব কে জয় করতে পেরেছি আর তা হয়েছে শুধুমাত্র এই সংস্কৃতি কে ভালবেসে তা ধারণ করে এবং পালন করে। এভাবেই আমরা কাজ করে যেতে চাই”।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আশরাফুল আলম রতন, মোঃ মাহবুবুল আলম দিদার, মোঃ আজিজুল হক খোকন, মোঃ আসাদুর রহমান হান্নান, মোঃ দীন ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মুমিনুল ইসলাম, মোঃ তৌফিক মিয়া, মোঃ সায়েম আহমেদ, সোহেল খান, অশোক বনিক বাবু, জসিম উদ্দিন, মোঃআলম, মোঃ কবির হোসেন, সোহেল আরমান, মোঃ আব্দুস সালাম, মোঃশাহনাওয়াজ, মোঃ মইনুল হক, মোঃ কাজী মাসুদ, মোঃ সজীব।