প্যারিসে স্বরলিপির বৈশাখ উৎসব
প্রকাশিত হয়েছে : ১:৪৩:৩৪,অপরাহ্ন ০৩ মে ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে উদ্যাপিত হয়েছে বাঙালির প্রাণের বৈশাখ উৎসব। এ উপলক্ষে গত রোববার (২৮ এপ্রিল) ফ্রান্সের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী আয়োজন করে শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যাফল ড্র ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই প্যারিসের জুরেস পার্কে ঢল নামে উৎসবপ্রিয় বাংলাদেশিদের।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসে নতুন বছরের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি এমদাদুল হক ও উপদেষ্টা টি এম রেজা, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্জার অধিকারী, আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ও সহসভাপতি অস্ট্রিয়াপ্রবাসী আহমদ ফিরোজ, তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম ও ফ্রান্স–বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া প্রমুখ।
দ্বিতীয় পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর ও নাজনীন তানিয়ার যৌথ উপস্থাপনায় গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমরান, পাওয়ার ভয়েজের আনিকা ও সারেগামাপার কৌশানি ঘোষ। উৎসবে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অনেক ভিনদেশি নাগরিক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।