সাংবাদিক আবু তাহিরের পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ৪:২৪:১০,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩৯৫ বার পঠিত
প্যারিস – বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহির দুলালের পিতা হাজী মোঃ শাহাবুদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শনিববার রাত সাড়ে ৮ টায় ফ্রান্সের সারসেল এলাকায় অবস্থিত গণেশ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মোঃ শাহাব উদ্দিনের দেশের বাড়ি বৃহত্তর সিলেটের কানাইঘাট থানার গাছবাড়ি এলাকার জিঙ্গাবাড়ি ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে | মৃত্যুকালে তিনি ২ পুত্র,৩ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন |
এদিকে সাংবাদিক আবু তাহির দুলালের পিতার মৃত্যুতে প্যারিস -বাংলা প্রেসক্লাব, ইউরোপিয়ান প্রেসক্লাব, ইপিবিএ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সরকারি সকল আনুস্টানিকতা শেষে তার জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে সাংবাদিক আবু তাহির জানিয়েছেন।