স্পেনে নবাবগঞ্জ উপজেলা বাসীর নৈশভোজ ও আনন্দ সভা
প্রকাশিত হয়েছে : ১:২১:০৪,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৭৬৩ বার পঠিত
মো.ছালাহ উদ্দিন,বার্সেলোনা প্রতিনিধি
গত ২১শে এপ্রিল রবিবার ১১.০০ ঘটিকার সময় স্পেনের বার্সেলোনায় ফ্রাগুয়া গ্রিল রেস্টুরেন্টে নৈশভোজ ও আনন্দ সভা করেছে ঢাকা নবাবগঞ্জবাসী ও ঢাকা জেলা সমিতি বার্সেলোনা।
ঢাকা জেলা সমিতির সভাপতি শাহ আলম স্বাধীনের ছোট ভাই নাসির উদ্দিন আহমেদ (ঝিলু) ঢাকা নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই আনন্দ সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
শাহ আলম স্বাধীনের সভাপতিত্বে ও মোহাম্মদ মনিরুজ্জামান সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন হক নেসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়ার রাজনৈতিক দল ইআরসি এর নেতা ও সংসদ সদস্য রবার্ট মাসি নাহার। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাকলমা আওয়ামীলীগের সভাপতি শফিউল আলম শফি,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,স্পেন আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম,স্পেন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী,কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুস সালাম ,আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা আব্দুস সুবহান,উমানিতারিয়া দে বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনীয়ার সভাপতি উত্তম কুমার,বন্ধু সুলভ মহিলা সংগঠন এর সভাপতি শিউলি আক্তার সহ অন্যানরা।
এছাড়া এই আনন্দ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভার সভাপতি তার বক্তব্যে বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তার সহোদর ভাইকে নির্বাচিত করার জন্য যারা প্রবাস থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সবশেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তী করা হয়।