আইসক্রিম যখন ভায়াগ্রা!
প্রকাশিত হয়েছে : ২:৩৬:২৭,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৮ | সংবাদটি ৩২৪ বার পঠিত
লাইফস্টাইল ডেস্ক:: এবার আইসক্রিমেও মিলবে ভায়াগ্রার ডোজ! বিশ্বাস হচ্ছে না! ব্রিটেনের এক আইসক্রিম নির্মাণকারী সংস্থা তৈরি করেছে ভায়াগ্রা আইসক্রিম।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটি আইসক্রিম স্কুপে আছে ২৫ মিলিগ্রাম ভায়াগ্রা। অর্থাৎ এই আইসক্রিম যত খাবেন, তত তীব্র হবে কামনা, বাসনা!
কিন্তু হঠাৎ কেন এই ভায়াগ্রা আইসক্রিম বানানোর দরকার পড়ল? জানা গেছে, সাউথ ওয়েলসের এক বিত্তবান ব্যক্তির বিশেষ অনুরোধেই এই বিচিত্র আইসক্রিম তৈরি করে প্রতিষ্ঠানটি।
এই ভায়াগ্রা আইসক্রিমের রেসিপি তৈরিকারক চার্লি হ্যারি ফ্র্যান্সিস জানান, অর্ডার মতো আইসক্রিমে ভায়াগ্রা মেশানো হয়েছে। আর স্বাদে চমক আনতে এরই সঙ্গে যুক্ত করা হয়েছে শ্যামপেনও! সব মিলিয়ে অভিনব মিশেলে তৈরি হয়েছে এই ভায়াগ্রা আইসক্রিম! আইসক্রিম বাড়াবে যৌন ইচ্ছা, সঙ্গে নেশাও! ভাবা যায়!