কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৫৮,অপরাহ্ন ০১ জুলাই ২০১৮ | সংবাদটি ১৭৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজধানী শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে (৫৭ ধারা) ছাত্রলীগের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশেদকে শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে (৫৭ ধারা) ছাত্রলীগ কর্মীর এক মামলায় গ্রেফতার করা হয়েছে।
এর আগে দুপুরে মো. রাশেদ খানকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করে তার স্ত্রী রাবেয়া আলো। রাবেয়া আলো বলেন, ‘রাশেদকে বাসা থেকে ডিবি পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তুলে নিয়ে গেছে। এ সময় তাকে অনেক মেরেছে। মিরপুর ১৪ নম্বর বাসানটেক বাজার, মজুমদার মোড় ১২ নম্বর বাসা থেকে তাকে তুলে নেয়া হয়। আমি এখন থানায় জিডি করতে যাচ্ছি।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘রাশেদ খান ও মাহফুজ খান দু’জনকে রাশেদের বাসা থেকে তুলে নিয়ে গেছে। এ সময় সাদা পোশাকের পুলিশ ছাড়াও পোশাকধারী পুলিশও ছিল।’
এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে রাশেদ জানান, ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচান। আমাকে ধরতে ধাওয়া দিলে আমি দৌড়ে বাসায় এসেছি। এখন দরজায় ধাক্কা দিচ্ছে।’