শিবগঞ্জে তাসিন হত্যার ঘটনায় ডিপজলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান
প্রকাশিত হয়েছে : ৩:০৪:১২,অপরাহ্ন ২৭ জুন ২০১৮ | সংবাদটি ১৩৪ বার পঠিত
ডেস্ক রিপোর্ট:: ঈদের রাতে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় স্কুলছাত্র মশিউর রহমান তাসিন হত্যার ঘটনায় আটক আরেক আসামী দীপু আহমদ ওরফে ডিপজল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার তাদের আদলালতে প্রেরণ করা হলে ফৌজদারী কার্য বিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।
দীপু আহমদ ওরফে ডিপজলকে গত ১৬ জুন কানিশাইল থেকে গ্রেফতার করেছিল পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের রাতে শিবগঞ্জের মিতালী ফার্মেসির সামনের গলিতে পূর্ব শত্রুতার জেরে বন্ধুদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মশিউর রহমান তাসিন। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন।