প্যাটারসনে বাংলাদেশি-আমেরিকানদের প্রীতি ফুটবল
প্রকাশিত হয়েছে : ৪:০১:৪৪,অপরাহ্ন ২৬ জুন ২০১৮ | সংবাদটি ১৯২ বার পঠিত
প্রবাস ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে বাংলাদেশি-আমেরিকানদের প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বিএসল’র উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
নিউজার্সি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে সিটির পেনিটন পার্কে আয়োজিত ফুটবল লীগের উদ্বোধন করেন সিটি অব প্যাটারসনের মেয়র আন্দ্রে সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রসপেক্টপার্ক সিটি মেয়র খাইরো উল্লা, অ্যাসেম্বলিম্যান বেনজি এ বিম্বারলি, সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিল ওম্যান এ্যাট লার্জ ড. লিসা মিম।
এছাড়া ফ্রি হোল্ডার জন বার্টলেট, আসাদ আর আক্তার, সাবেক কাউন্সিলম্যান বাংলাদেশি-বংশোদ্ভূত মোহাম্মদ আক্তারুজ্জামানসহ সিটির অন্যান্য কর্মকর্তারা।