মাজার জিয়ারত করলেন কামরান, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ৮:২৮:২৪,অপরাহ্ন ২৪ জুন ২০১৮ | সংবাদটি ১৭০ বার পঠিত
ডেস্ক রিপোর্ট:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রোববার হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
আসরের নামাজের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মাজার জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এদিকে, মাজার জিয়ারত শেষে নেতাকর্মীদের কেন্দ্রীয় শহিদ মিনারে যান কামরান। সেখানে তিনি শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।